ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, অক্টোবর ১০, ২০২৩
শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

ইংল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসেন তানজিদ হাসান তামিম। এরপর নাজমুল হাসান শান্তও ফিরে যান প্রথম বলেই।

তিনে নামা সাকিবও করতে পারেননি সুবিধে। তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান।  

এর আগে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। রংহীন বোলিংয়ে ইংলিশদের বড় রান সংগ্রহ থেকে থামাতে পারেনি দলটি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করে মালান-বেয়ারস্টোরা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রিস টপলির বল বেয়ারস্টোর হাতে তুলে দেন তানজিদ। মাত্র ১ রানে তার বিদায়ের পর ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তিনি বিদায় নেন শূন্য রানে। তিনে নামা সাকিবও টিকতে পারেননি। ১ রানে উইকেট হারিয়ে বসেন তিনি। বাংলাদেশের পড়া এই তিন উইকেটই শিকার করেন টপলি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।