ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে কাজ সহজ হবে না, তবুও বিশ্বাস রাখছেন তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
পাকিস্তানের বিপক্ষে কাজ সহজ হবে না, তবুও বিশ্বাস রাখছেন তাসকিন

উইকেট ছিল ব্যাটিং সহায়ক। লাহোরে সেটাই স্বাভাবিক।

তবুও তাসকিন আহমেদ করলেন অনবদ্য বোলিং। আফগানিস্তানের বিপক্ষে ৮ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ৪৪ রান খরচ করে নেন ৪ উইকেট। বাকি দুই পেসারের মধ্যে শরিফুল ইসলাম ৩ আর হাসান মাহমুদ নেন ১ উইকেট।

আফগানদের ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের। এই পর্বের প্রথম ম্যাচে বুধবার লাহোরেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বোলিং করা সহজ হবে না স্বীকার করলেও নিজেদের ওপর ভরসা রাখছেন তাসকিন।  

বিসিবির পাঠানো ভিডিওতে তিনি বলেন, ‘এরকম উইকেটে আসলে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। একটু এদিক-ওদিক হলে সেটা বাউন্ডারি হওয়ার চান্স বেশি থাকে। অনেক একুরেট বল করতে হয় ভেরিয়েশনের সঙ্গে। পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা। সহজ হবে না। কিন্তু আমাদের প্রতি বিশ্বাস আছি যদি সেরা বোলিংটা করতে পারি ছোট রানে আটকাতে পারবো। ’ 

‘আসলে লাহোরে ব্যাটিংবান্ধব উইকেট থাকবে স্বাভাবিকভাবে। যেদিনই আমরা খেলবো, উইকেট বা কন্ডিশন আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। দ্রুত মানিয়ে নিতে পেরেছিলাম আমরা (আফগানিস্তানের বিপক্ষে)। প্রতিটা বোলারই দারুণ করেছে। সামনের ম্যাচগুলোতেও আমরা এখান থেকে ভালো করার চেষ্টা করবো। এটা ভালো যে আমরা খেলছি বিভিন্ন কন্ডিশনে এবং অভিজ্ঞতার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারছি। আমাদের আসলে অ্যাকুরেসি ও ভেরিয়েশন খুব ভালো ছিল বিধায় আমরা ভালো করতে পেরেছি। আশা করি সামনেও এটা থাকবে। ’

লাহোরে পড়ছে তীব্র গরম। এমনিতে ৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকলেও সেটি অনুভব হচ্ছে আরও অনেক বেশি। এমন কন্ডিশনে খেলা সবার জন্যই কঠিন বলছেন তাসকিন। এজন্য মঙ্গলবার কোনো অনুশীলনও করেনি বাংলাদশে। সেটিও ভালো বলছেন জাতীয় দলের তারকা এই পেসার।

তিনি বলেন, ‘শুধু পেস বোলারদের জন্য না। যে কারো জন্যই এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন। তাও যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেক্ষেত্রে আমরা আমাদের রিকভারিতে বেশি খেয়াল রাখছি। একই সঙ্গে টিমের ফিজিও-ট্রেনার তারাও আমাদের অনেক সাহায্য করছে। আমরা আমাদের নিজেদের যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করেছি যেন আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং তাও এর মধ্যেই সেরাটা খেলতে হবে। ’ 

‘এই বিরতিটা আসলে দেওয়াতে ভালো হয়েছে। কারণ আমাদের সামনে অনেক খেলা। সেকেন্ড রাউন্ডের তিনটা ম্যাচ, এর মধ্যে ট্রাভেলিং আছে সামনে হোম সিরিজ তারপর বিশ্বকাপ। লম্বা সময় সামনে খেলা আছে। এজন্য আমাদের মানসিক ও শারিরীক দুটারই বিশ্রামের দরকার আছে। এ বিরতিতে আমরা কিছু টিম বন্ডিং এক্টিভিটিস করেছি। যে যার মতো জিম, রিহ্যাব সবকিছু করেছি। ওভারঅল একটা ভালো রিকভারি হয়েছে, যেটা দরকার ছিল। আশা করছি সামনের ম্যাচেও ভালো হবে। ’

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্তকে নিয়ে তিনি বলেন, ‘শান্ত ইনজুরি পড়ায় অবশ্যই আমাদের দলের জন্য একটু ক্ষতি হচ্ছে। তাও ওর জন্য শুভকামনা রইলো ও যেন দ্রুত সুস্থ হয়ে দলে ফিরে আসে। ও অসাধারণ ব্যাট করেছে দুটা ম্যাচেই। ওর অবদান খুবই ভালো ছিল। যেহেতু ও ইনজুরিতে পড়েছে দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি ওর পরিবর্তে যেই খেলবে ওর অভাবটা পূরণ করে দেবে। ’

বাংলাদেশ সময় : ২১৪১ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।