ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

১৫ মিনিটের বেশি জাতীয় দলের অনুশীলন দেখতে পারবেন না সাংবাদিকরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
১৫ মিনিটের বেশি জাতীয় দলের অনুশীলন দেখতে পারবেন না সাংবাদিকরা

এ মাসের শুরু থেকেই জাতীয় দলের ক্যাম্প চলছে। তবে এতদিন ঠিক আনুষ্ঠানিকতা পায়নি অনুশীলন।

শনিবার ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড। কোচিং স্টাফের সব সদস্যও এসে পড়েছেন।

রোববার থেকে পুরোদমে শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন। কিন্তু এখানে থাকতে পারবেন না সাংবাদিকরা। আগামী ২৫ আগস্ট পর্যন্ত ক্যাম্প চলবে। তবে রোববার থেকে চারদিন অনুশীলন হবে ‘ক্লোজ ডোর’।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিসিবি। যেখানে জানানো হয়,  ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদিক মাঠে থাকতে পারবেন না। কেবল ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য বাংলাদেশ দলের অনুশীলনের ছবি আর ভিডিও নিতে পারবেন। এরপর তাদের মাঠ ছেড়ে আসতে হবে।  

শুধু জাতীয় দলের অনুশীলনই নেয়, এ কয়দিন মিরপুরের আঙিনাতেও থাকতে পারবেন না সাংবাদিকরা। মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।