ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

সাকিব বল হাতে নিতেই মাঠে প্রবেশ করল ‘সাপ’!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
সাকিব বল হাতে নিতেই মাঠে প্রবেশ করল ‘সাপ’!

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের হয়ে বল করতে এসেছিলেন সাকিব আল হাসান। ঠিক তখনই মাঠে প্রবেশ করে সাপ! পরবর্তীতে চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপটি।

আর বল চালিয়ে যান বাংলাদেশি এই অলরাউন্ডার।

বোলিংয়ের আগে সাকিব ব্যাটেও ভালো করেছেন। ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ডাম্বুলা আওরার বিপক্ষে তার দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৮০ রান।  

ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই ঘটে অদ্ভুত এই কাণ্ড। মাঠের মধ্যে ঢুকে পড়লো জলজ্যান্ত এক সাপ। সাপের কারণে অনেকটা সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়ার দৌড়ে গিয়ে সেই সাপ মাঠের বাইরে বের করার চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দা প্রাণীটি কিছুতেই মাঠ ছাড়বে না। বারকয়েক চেষ্টার পর বের করা হয় সাপটি। ঘটনা দেখে সাকিবরা হাসছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।