ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

স্মিথের সেঞ্চুরির দিনে ডাকেটের দুই রানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
স্মিথের সেঞ্চুরির দিনে ডাকেটের দুই রানের আক্ষেপ

স্টিভেন স্মিথের দারুণ সেঞ্চুরির পর ব্যাট হাতে আর কেউ আলো ছড়াতে পারেননি। তবে সংগ্রহ খুব একটা কম হয়নি অস্ট্রেলিয়ার।

জবাব দিতে নেমে আক্রমণাত্মক শুরু করে ইংলিশরা। জ্যাক ক্রলি বিদায় নিলেও বেন ডাকেট লড়েন অনেকটা সময়। তবে অল্পের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার।  

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৪১৬ রান করে গুটিয়ে যায় অস্ট্রেরিয়া। জবাবে ৪ উইকেটে ২৭৮ রান করে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড। তারা এখনও পিছিয়ে আছে ১৩৮ রানে। ক্রিজে থাকা হ্যারি ব্রুক ৪৫ ও বেন স্টোকস অপরাজিত আছেন ১৭ রানে।  

৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া দিনের দ্বিতীয় ওভারে হারায় অ্যালেক্স কেয়ারিকে। ২২ রানে বিদায় নেন তিনি। আগের দিন পঞ্চাশোর্ধ ইনিংস খেলা স্মিথ এরপর পান সেঞ্চুরির দেখা; ১৬৯ বলে। এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। ১১০ রানে হারান উইকেট। পরবর্তীতে আর কেউ তেমন রান করতে পারেননি। কেবল ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স।  

ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার ক্রলি ও ডাকেট। তাদের ৯১ রানের এই জুটি ভেঙে দেন ন্যাথান লায়ন। ক্রলি বিদায় নেন ৪৮ রানে। একপ্রান্তে ব্যাট করা ডাকেট ফিফটির দেখা পান ৮৪ বলে। তাকে সঙ্গ দিয়ে এগোতে থাকেন অলি পোপ। যদিও ৪২ রানে এসেই থামতে হয় তাকে। চারে ব্যাট করতে নেমে জো রুট এদিন ব্যর্থ হন। ১০ রান করে তিনি বিদায় নেন।  

লড়তে থাকা ডাকেট যখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তখনই করে বসেন ভুল। জশ হেইজেলউডের শরীর তাক করা শর্ট বল পুল করে ফাইন লেগে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন তিনি। ৯৮ রানে হারান উইকেট। চাপে পড়া দলের হাল ধরেন ব্রুক ও স্টোকস। তারাই এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad