ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

‘ধোনি হলে বলতো দুর্দান্ত পরিকল্পনা, রোহিতকে নিয়ে বলে না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ২৬, ২০২৩
‘ধোনি হলে বলতো দুর্দান্ত পরিকল্পনা, রোহিতকে নিয়ে বলে না’

ব্যাট হাতে এবারের আইপিএলটা খুব একটা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। আহামরি কিছু এখনও অবধি করতে পারেননি তিনি।

কিন্তু দলকে ঠিকই রেখেছেন ফাইনালের দৌড়ে। আর একটি ম্যাচ জিতলেই আবারও শিরোপা নির্ধারণের ম্যাচে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এখন অবধি পাঁচবার দলকে নিয়ে আইপিএল জিতেছেন রোহিত।  

তবে মাহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক হিসেবে তিনি কৃতিত্ব পান না এমন বিশ্বাস ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারের। রোহিতের নেতৃত্বের প্রশংসায় প্রথম এলিমেনেটর ম্যাচে মুম্বাই ও লক্ষ্মৌয়ের বিপক্ষে ম্যাচের উদাহরণও টানেন তিনি। স্পোর্টস টুডে’র সঙ্গে আলাপকালে সুনীল গাভাসকর বিষয়টি সামনে আনেন।

সুনীল গাভাস্কার বলেছেন, ‘অধিনায়ক হিসেবে রোহিত শর্মা আন্ডাররেটেড। মুম্বাইয়ের হয়ে পাঁচটি শিরোপা জিতেছে ও। লক্ষ্মৌয়ের বিপক্ষে ম্যাচের একটি উদাহরণ দেখুন, যখন রোহিত মাধওয়ালকে উইকেটের ওপরে বোল্ড করে আয়ুষ বাদোনিকে আউট করে একই সময়ে, বাঁহাতি ব্যাটার নিকোলাস পুরানকে আউট করার জন্য, তাকে রাউন্ড দ্য উইকেট বল করতে বলা হয়েছিল। ’

‘যেখানে বোলাররা ফ্লোতে থাকে, তারা দ্রুত তাদের দিক পরিবর্তন করে না। রোহিতের বদলে ধোনি যদি এটা করতো তখন সবাই বলতো পুরানকে আউট করার জন্য কী দুর্দান্ত পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই ধরনের কাজ রোহিতের জন্য করা হয় না। ’

রোহিতের প্রশংসায় গাভাস্কার আরও বলেন, ‘লক্ষ্মৌয়ের বিপক্ষে ম্যাচে রোহিত নেহাল ওয়াধেরাকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নিয়েছিল। ওটা দারুণ সিদ্ধান্ত ছিল। ওয়াধেরা ১২ বলে ২৩ রানের ইনিংস খেলে মুম্বাইকে ১৮২ রানে নিয়ে যায়। যখন একটি দল প্রথমে ব্যাট করে, তখন সাধারণত বোলারকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নিয়ে আসে। কিন্তু প্রথমে ব্যাট করার সময় রোহিত যেভাবে নেহালকে ব্যবহার করেছিল, সেটা ছিল দুর্দান্ত। তাই এর জন্য তাকে অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত। ’

রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। এবারও তারা আছে ফাইনালের খুব কাছে ২৬ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। এই ম্যাচে মুম্বাই জিতলে ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। মুম্বাই ১৪টি লিগ ম্যাচে মোট ৮টি ম্যাচ জিতে প্লে অফে খেলেছে।  

বাংলাদেশ সময় : ১৮৪৬ ঘণ্টা, ২৬ মে, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।