ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

কেন হেলিকাপ্টারে সাকিব?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
কেন হেলিকাপ্টারে সাকিব?

সাকিব আল হাসান দেশের ব্যস্ততম ক্রিকেটার তা নিয়ে কোনো সংশয় নেই। এখন বরং তার প্রতিদ্বন্দ্বীতা হতে পারে বিশ্বের ব্যস্ততম ক্রিকেটার হিসেবেই।

আজ এখানে তো কাল ওখানে, সাকিব কখন, কোথায় থাকছেন এটাও একটা বড় প্রশ্ন। শুক্রবার তিনি ছিলেন চট্টগ্রামে, আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন।

এরপর রাতেই বিমানে চড়ে চলে আসেন ঢাকায়। শনিবারও সাকিবের ব্যস্ততা কমেনি। সকালেই চলে গেছেন সাভারের বিকেএসপিতে। সেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নামেন সাকিব। যেটি এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ তার।

ওই ম্যাচ পুরোপুরি শেষ হওয়ার আগেই সাকিবের ছিল ঢাকায় ফেরার তাড়া। ইয়ামাহা মোটরবাইকের শুভেচ্ছাদূত হিসেবে বিকেল সাড়ে চারটায় ঢাকায় একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। এরপর অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইফতার অনুষ্ঠানেও।  

সাকিব ওই কথা রাখতে সাভার থেকে ঢাকায় ফিরেছেন হেলিকাপ্টারে করে। সড়কপথে রওনা দিয়ে যানজট ঠেলে সাকিবের জন্য সময়মতো অনুষ্ঠানে পৌঁছানোর সংশয় থাকায় সাকিব নিজেই হেলিকাপ্টার ভাড়া করেন।  

মোহামেডানের হয়ে ম্যাচে অবশ্য সাকিব বলার মতো তেমন অবদান রাখতে পারেননি। ব্যাট হাতে ৯ বলে ৫ রান করেছেন, ১০ ওভারে ৩১ রান দিয়ে বল হাতে কোনো উইকেট পাননি। যদিও সাকিবের ফেরায় ভাগ্য ফিরেছে মোহামেডানের। ষষ্ঠ ম্যাচে এসে তারা পেয়েছে প্রথম জয়ের দেখা।

বাংলাদেশ সময় : ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।