ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক

চট্টগ্রাম থেকে : স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। প্রথম দুই ম্যাচ ছিলেন অপেক্ষায়।

এবার রিশাদ হোসেনের হচ্ছে অভিষেক। এই লেগ স্পিনার খেলবেন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগের দুই ম্যাচ জিতে যাওয়ায় এটিতে পরীক্ষা-নিরীক্ষা হওয়ারই কথা ছিল।  

অনেকটা অনুমিতভাবেই সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি খেলছেন মেহেদী হাসান মিরাজের জায়গায়। এছাড়া আরেকটি বদলও এসেছে। পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলবেন শরিফুল ইসলাম।  

সর্বশেষ বাংলাদেশ দলে স্বীকৃত লেগ স্পিনার হিসেবে খেলেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ২০২১ সালের নভেম্বরের পাকিস্তানের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এবার সুযোগ মিললো রিশাদের। টি-টোয়েন্টিতে এখন অবধি ১৪ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, রস অ্যাডাইয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ফিওন হ্যান্ড , ম্যাথু হ্যামফ্রিস, বেন হোয়াইট।

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad