ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নেই বাংলাদেশের কেউ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নেই বাংলাদেশের কেউ

তিন ফরম্যাটে বিগত ২০২২ সালের সেরা পারফর্মারদের নিয়ে ভিন্ন ভিন্ন একাদশ সাজিয়েছে আইসিসি। এর মধ্যে টি-টোয়েন্টি ও টেস্টের সেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়।

তবে ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।  

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করা হয়েছে ইংলিশ তারকা বেন স্টোকসকে। একাদশে স্টোকস ছাড়াও রয়েছেন আরো দুই ইংলিশ তারকা - জনি বেয়ারস্টো ও জেমস অ্যান্ডারসন।  

তবে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। মোট চারজন অজি ক্রিকেটার আছেন বর্ষসেরা টেস্ট একাদশে। এছাড়া পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই একাদশে।

আইসিসির টেস্ট একাদশ: 

১) উসমান খাজা
২) ক্রেইগ ব্রাথওয়েট
৩) মার্নাস লাবুশানে
৪) বাবর আজম
৫) জনি বেয়ারস্টো
৬) বেন স্টোকস (অধিনায়ক)
৭) ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
৮) প্যাট কামিন্স
৯) কাগিসো রাবাদা
১০) ন্যাথান লায়ন
১১) জেমস অ্যান্ডারসন

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।