ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেই মাঠে নেমেছিলেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেই মাঠে নেমেছিলেন  সাকিব ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার ঘটেছে বেশ বিতর্কিত এক ঘটনা। রংপুর রাইডার্সের বিপক্ষে এদিন খেলতে নামে ফরচুন বরিশাল।

যেখানে ৬ উইকেটের জয় পায় তারা। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগেই সেই ঘটনার জন্ম।

রংপুরের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামেন বরিশালের দুই উদ্বোধনী ব্যাটার মাঠে নামেন।  তখন বোলার বদল নিয়ে ঝামেলা তৈরি হয়। মাঠে নেমে পড়েন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এ ঘটনা নিয়ে তৈরি হয় তোলপাড়। পরে সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠে নেমেছিলেন সাকিব।

মিরাজ বলেন, ‘আমাদের তো ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ক্রিজে ছিল। যেহেতু মেহেদী শুরু করছিল, তাই আমাদের বাঁহাতি ব্যাটার চাতুরাঙ্গা স্ট্রাইক প্রান্তে ছিল। সাকিব ভাই এখান থেকে বলছে যেন ডানহাতি ব্যাটার স্ট্রাইক নেয়, নিলে একটা সুবিধা পাবে। কারণ এক-দুইটা বল খুব গুরুত্বপূর্ণ। সাকিব ভাই বাইরে থেকে এটাই বলছিল। তারপর যখন আবার বিজয় ভাই স্ট্রাইকে আসছে, ওরা আবার বাঁহাতি বোলার নিয়ে এসেছে।  তখন আবার ও বদলাচ্ছিল। জিনিসটা এরকম ছিল। কিন্তু এটা যে বড় কিছু; তেমন না। ওরাও সুবিধা নিতে চাচ্ছিল, হয়তো দুষ্টামি করছিল সোহান ভাই ওই সময়ে। ’

যে ঘটনাই ঘটুক, সাকিব মাঠে নামতে পারেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা জিনিস দেখেন, পরিস্থিতি এমন ছিল; বিজয় ভাইকে যখন বলছিল, তখন কিন্তু আম্পায়ারের সঙ্গে কথা হচ্ছিল। অধিনায়ক তো মাঠে যেতে পারে। অনেক সময় যেতে পারে না?’

মিরাজের এমন প্রশ্নের জবাবে এক সাংবাদিক তাকে বলেন, অনুমতি নিয়ে যেতে পারে। তখন মিরাজ বলেন, ‘আম্পায়ারের (চতুর্থ) সঙ্গে তো কথা বলছে। এখানে যে আম্পায়ার ছিল, থার্ড আম্পায়ার (আসলে চতুর্থ) সঙ্গে আগে কথা বলছে। ’

আম্পায়ারের সঙ্গে সাকিবের কী কথা হয়েছে জানতে চাইলে মিরাজ বলেন, ‘আম্পায়ারের সঙ্গে যে কথা হয়েছে। তখন তো খেলা চলছিল, খেলার ভেতর ঢুকে গিয়েছিলাম। ড্রেসিং রুমে কোনো আলোচনা হয়নি। ওরকম কথা হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩

এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।