ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কিংস অ্যারেনায় রংপুরের অনুশীলন, খেলবে প্রস্তুতি ম্যাচও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
কিংস অ্যারেনায় রংপুরের অনুশীলন, খেলবে প্রস্তুতি ম্যাচও

৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। এতে অংশ নিচ্ছে টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

এবার তারা এনেছে এক নতুনত্ব।

নিজস্ব ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে রংপুর রাইডার্স। এবারের বিপিএলের আগে তারা খেলবে প্রস্তুতি ম্যাচও। আসরের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর।  

তাদের সঙ্গে ম্যাচটিও হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেই। আগামী ৪ জানুয়ারি দুপুর বারোটায় মুখোমুখি হবে দুই দল। এর আগে পহেলা জানুয়ারি থেকেই নিজেদের অনুশীলন শুরু করবে রংপুর।  

এবারের আসরে বরাবরের মতোই বেশ শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। সরাসরি চুক্তিতে দলে নিয়েছে টি-টোয়েন্টিতে জাতীয় দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে। কোচ হিসেবে আছেন ঘরোয়া ক্রিকেটের সফল ও অভিজ্ঞ সোহেল ইসলাম। শোয়েব মালিকের মতো অভিজ্ঞ বিদেশিরাও মাঠ মাতাবেন রংপুরের হয়ে।  

বিপিএলের প্রথমদিনে ৬ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সন্ধ্যা সোয়া সাতটার ম্যাচে মুখোমুখি হবে রংপুর।

বাংলাদেশ সময় : ১৩৫৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।