ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ঢাকায় কোহলি-রোহিতরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ঢাকায় কোহলি-রোহিতরা ছবি: শোয়েব মিথুন

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাত বছর পর বাংলাদেশে এলো ভারত। দুই ম্যাচের টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বিরাট কোহলি- রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা এখন ঢাকায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।  

মুম্বাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসেছেন রোহিত শর্মারা। এখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁতে যাবেন তারা। আগামীকাল (শুক্রবার) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের দিকে অনুশীলন করার কথাও রয়েছে তাদের।  

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ভারত। তিন ওয়ানডে ও এক টেস্ট খেলেছিল মাহেন্দ্র সিং ধোনির দল। সফরের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হারে তারা। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-

রোহিত শার্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

বাংলাদেশ সময় : ১৯০৩ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।