ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা

ঢাকা: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) ‘ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডিউর’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।  

রোববার (০২ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে ব্যাংকের অডিট অ্যান্ড ইন্সেপকশন ডিভিশনের ১০০ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম ও মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম ও মো. রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad