ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

বিল পেমেন্ট সুবিধা দিতে উপায়-কর্ণফুলী গ্যাস চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
বিল পেমেন্ট সুবিধা দিতে উপায়-কর্ণফুলী গ্যাস চুক্তি স্বাক্ষর

ঢাকা: দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই চুক্তির ফলে কর্ণফুলী গ্যাসের পোস্টপেইড মিটার ব্যবহারকারীরা উপায়-এর মাধ্যমে তাদের বিল পেমেন্ট করতে পারবেন।

উপায় ও কর্ণফুলী গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে দ্রুতই সার্ভিসটি চালু করা হবে।

ইমন কল্যাণ দত্ত, চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার, উপায় এবং মো. ফিরোজ খান, কোম্পানি সেক্রেটারী, কর্ণফুলী গ্যাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর করেন।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা সমূহে গ্যাস সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সরকারি মালিকানাধীন একটি গ্যাস সরবরাহকারী একটি প্রতিষ্ঠান।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চট্টগ্রামের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাসের পক্ষে প্রকৌ. গৌতম চন্দ্র কুন্ডু (জিএম-প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট), প্রকৌ. আমিনুর রহমান (জিএম-মার্কেটিং), প্রকৌ. মু. রইস উদ্দিন আহমেদ (জিএম-আইটি অ্যান্ড প্রিপেইড মিটারিং) মো. মতিউর রহমান (জিএম-ফাইন্যান্স), মো. খায়রুল হাসান (জিএম-হিসাব), প্রকৌ. হাসান সোহরাব (ডিজিএম-আইটি) এবং উপায় থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-ইস্ট ক্লাস্টার রাশেদুল হক, জিএম-বিজনেস সেলস মো. ইফতেখারুজ্জামান চৌধুরী ও ডিজিএম মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া।

এছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি মো. আমান উল্লাহ, ইভিপি টুংকু হুমায়ুন মো. মোরশেদ, এফভিপি আরফানুল ইসলাম এবং এফভিপি মেহেদী হাসান চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ