ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা সভা

ঢাকা: দেশে শরিয়াহভিত্তিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেনের ভূমিকা ও অগ্রগতিসহ এ খাতের বিভিন্ন বিষয় আলোচনা সভায় উঠে এসেছে।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের সার্বিক সহযোগিতায় আলোচনা সভাটি আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।  

সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের বিএসআরএফ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, নগদের নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিকের শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক, বিএসআরএফ’র সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা দেশের ধর্মপ্রাণ গ্রাহকদের জন্য ‘নগদ ইসলামিক অ্যাকাউন্ট’ চালুর মাধ্যমে সম্পূর্ণ শরিয়াহভিত্তিক লেনদেন নিশ্চিত করার জন্য নগদের ভূয়সী প্রশংসা করেন।  

ডিজিটাল শরিয়াহভিত্তিক লেনদেনের ক্ষেত্রে নগদ ইসলামিককে একটি অভূতপূর্ব অর্জন হিসেবে আখ্যায়িত করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।  

‘নগদ ইসলামিক’-এর মতো উদ্যোগ গ্রহণ করায় ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নগদ ইসলামিক গত ৩ বছর ধরে বিভিন্ন ধরনের শরিয়াহভিত্তিক লেনদেনের সুবিধা দিয়ে আসছে, যা দেশের মানুষদের জন্য ইসলামী জীবনবিধি মেনে আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে গ্রাহকরা সুদমুক্ত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা ও নিজের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে পারছেন এবং গ্রাহকরা খুব সহজেই হজ-উমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এবং ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বীমার পেমেন্টও পরিশোধ করার সুবিধা পাচ্ছে। তাছাড়া এ প্ল্যাটফর্মে আছে যাকাত ক্যালকুলেটর, ডোনেশনের সুবিধা ও ইবাদতের জন্য বিশেষ ফিচার।

ফরিদুল হক খান বলেন, গ্রাহকের লেনদেন থেকে আয়ের একটা অংশ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে দান করছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। শরিয়াহভিত্তিক লেনদেনের ক্ষেত্রে নগদের এ সেবা একটি সুপরিকল্পিত ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এ পরিকল্পিত উদ্যোগের জন্য আমি নগদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

নগদের নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিকের শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, মাত্র ৩ বছরেই ৬ কোটি গ্রাহক এখন নগদের সঙ্গে আছেন, এটি সত্যি আমাদের জন্য অনেক বড় অর্জন। আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। সেই বিবেচনায় আমরা নগদ ইসলামিক অ্যাকাউন্টটি নিয়ে এসেছি। আমরা জানি ধর্মপ্রাণ গ্রাহক এমনকি প্রান্তিক পর্যায়েও শরিয়াহভিত্তিক লেনদেনের ব্যাপক চাহিদা রয়েছে। দেশে ইসলামিক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নগদ ইসলামিক একটি মাইলফলক এবং আমাদের বিশ্বাসের সুফল দেশের সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারবেন।  

নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, নগদ ইসলামিকের সেবা শুধুমাত্র প্রান্তিক নয় বরং দেশের সব শ্রেণির মানুষের জন্য। আমি সবাইকে আবারও আশ্বস্ত করতে চাই যে, এ প্ল্যাটফর্মের সব সেবা শরিয়াহ বোর্ড দ্বারা স্বীকৃত। গ্রাহকরা নিশ্চিন্তে এ সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad