ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

কর্পোরেট কর্নার

ডাচ-বাংলা ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
ডাচ-বাংলা ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান।  

বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডাররা ২০২১ সালের জন্য ২৭.৫ শতাংশ ডিভিডেন্ড (১৭.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড) দেওয়ার অনুমোদন দেন।  

৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২১ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন ও নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।  

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৪,৩৯৯.৮ মিলিয়ন টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৪৭২,৩৫৫.৪ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৪২,০৪৪.৪ মিলিয়ন টাকা বা ৮.৯ শতাংশ। ২০২১ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ ৩১৯,৪৪৮.১ মিলিয়ন টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ২৭৩,৩৮২.৯ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৬.৯ শতাংশ। ২০২১ সালে ব্যাংকের ডিপোজিট ৩৮,৮৮৯.৪ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০১,৫০০.৩ মিলিয়ন টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৩৬২,৬১১.০ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১০.৭ শতাংশ।

ব্যাংক ২০২১ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ৮,১৩২.৭ মিলিয়ন টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৯,৬৬০.৮ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৫,৫৬১.১ মিলিয়ন টাকা। যা পূর্ববর্তী বছরে ছিল ৫,৪৯৮.৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৮.৭৯ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৮.৬৯ টাকা। Basel III অনুযায়ী ২০২১ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৬.৪ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০ শতাংশ থাকা বাঞ্ছনীয়।

সভা ব্যাংকের পরিচালক হিসেবে মিসেস তাং ইয়াং হা, আদা এর পুনঃনিয়োগ অনুমোদন করে।

সভা ২০২১ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাসেম অ্যান্ড কোং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্টসের নিয়োগ অনুমোদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।