ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

পাবনার অন্নদা গোবিন্দ লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
পাবনার অন্নদা গোবিন্দ লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার

ঢাকা: পাবনার শতবর্ষের প্রচীন ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার স্থাপিত হয়েছে।  

সোমবার (২৮ মার্চ) সকালে লাইব্রেরির রিডিং রুমে এ কর্নারের উদ্বোধন করেন লাইব্রেরির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

 

এ সময় উপস্থিত ছিলেন- লাইব্রেরির মহাসচিব আব্দুল মতীন খান, কার্যনির্বাহী সদস্য ও অধ্যাপক শিবজিত নাগ, কাজী রফিকুল আলম, ডা. মনোয়ারুল আজিজ, আলী মর্তুজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল হান্নান ও রবিউল ইসলামসহ লাইব্রেরির সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অঞ্জন চৌধুরী পিন্টু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী এ উদ্যোগের প্রশংসা করেন।  

তিনি বলেন, গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।