ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, এপ্রিল ২০, ২০২৫
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫- এর পাঁচ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে।

মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আগামী ২৫ এপ্রিল মেলা শেষ হবে।

রোববার (২০ এপ্রিল) সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যদের মধ্যে রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.), ভর্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক ইকবাল, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মুজাক্কীরুল হুদা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ, অন্যান্য বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, এবারের ভর্তি মেলায় ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে নিয়মিত স্কলারশিপের বাহিরে কোর্স ফির ওপর অতিরিক্ত ১০ হাজার এবং পাঁচ হাজার টাকা ছাড় পাবেন। এ ছাড়া ছাত্রছাত্রীরা মেলা চলাকালীন ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।