ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

চ্যান্সেলর'স গোল্ড মেডেল পেলেন বখতিয়ার কামাল মজুমদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, মার্চ ২, ২০২৫
চ্যান্সেলর'স গোল্ড মেডেল পেলেন বখতিয়ার কামাল মজুমদার

 ইউনিভার্সিটি অফ স্কলার্সের এমবিএ নবম ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার কামাল মজুমদার কৃতী ও মেধাবী ছাত্রের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন।

বখতিয়ার কামাল বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান লালমাই গ্রুপে চিফ অপারেটিং অফিসার পদে কর্মরত আছেন।

ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সম্প্রতি এক জমকালো আয়োজনে ইউনিভার্সিটি অব স্কলার্সের সমাবর্তন অনুষ্ঠানে এ মেডেল প্রদান করা হয়।

সমাবর্তনে মোট দুই হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২১ টি ব্যাচের মোট ৩৫ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর'স গোল্ড মেডেল প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও ডিগ্রি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউনিভার্সিটি অফ স্কলার্সের উপাচার্য অধ্যাপক এনামুল বাশার।  বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সামি আজম, ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব (অব.), ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্র উপদেষ্টা সিনিয়র সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।