ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

কর্পোরেট কর্নার

সাবেক স্ত্রীর মামলা থেকে সিটি ব্যাংক চেয়ারম্যানকে অব্যাহতি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
সাবেক স্ত্রীর মামলা থেকে সিটি ব্যাংক চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাকা: সিটি ব্যাংক চেয়ারম্যান আজিজ আল কায়সারের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বর মাসে তার তৎকালীন স্ত্রী তাবাসসুম কায়সারের দায়ের করা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জাল জালিয়াতির তিনটি মামলা সম্প্রতি খারিজ করে দিয়েছেন আদালত।  

মামলাগুলো দায়ের হওয়ার পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত ডিবিকে তদন্তের আদেশ দেন।

তদন্ত শেষে ডিবি অভিযোগের সঙ্গে বিবাদী আজিজ আল কায়সারের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ হতে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। কিন্তু বাদী তাবাসসুম কায়সার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে নারাজী দরখাস্ত দাখিল করলে আদালত মামলাগুলো পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) দায়িত্ব দেন। পিআইবি পুনঃতদন্ত করে পুনরায় অভিযোগের সঙ্গে বিবাদীর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে গত ১৭ এপ্রিল তাদের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।  

পুনরায় বাদী তাবাসসুম কায়সার নারাজী দরখাস্ত দায়ের করলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত তা নামঞ্জুর করে চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে আজিজ আল কায়সারকে মামলায় আনা সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদেশ দেন।  

এ ব্যাপারে সিটি ব্যাংক চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা অহেতুক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কয়েকশ’ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ডিভোর্স হতেই পারে। সেটার সমাধানের জন্য ইসলামি শরিয়াহ আছে, পরিবারের মুরুব্বিরা আছেন। খুব দুঃখজনক যে, আমার সাবেক স্ত্রীর দিকের বড় ভাইয়ের দায়িত্ব ছিল যে মুরুব্বির, কিম্বা একই দায়িত্ব ছিল যে ওই পরিবারের যে বড় বোনের, তারা তাদের কাজটা করেননি বলেই সবকিছু এতটা বিশ্রী পর্যায়ে চলে গেল। তাদের আল্লাহর দরবারে এ জন্য দায়ী থাকতে হবে। ’ 

তিনি একাধিকবার তদন্তে কোনো অপরাধ প্রমাণ না হওয়া সত্ত্বেও বারংবার আদালতে তার সাবেক স্ত্রীর নারাজী দরখাস্ত জমা দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।