ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

প্রকাশিত সংবাদের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
প্রকাশিত সংবাদের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা সংগ্রহে অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারি-বেসরকারি নয়টি ব্যাংকের প্রধান নির্বাহীদের ডেকে সতর্ক করা সংক্রান্ত একটি খবর সম্প্রতি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। খবরে সিটি ব্যাংকের নাম আসায় এ নিয়ে গ্রাহকদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

 

প্রকৃতপক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য সিটি ব্যাংকের কোনো বুথ নেই। যে বুথটি ছিল তা ২০২১ সালে বন্ধ করে দেওয়া হয়। কাজেই বৈদেশিক মুদ্রা সংক্রান্ত অনিয়মে সিটি ব্যাংকের কর্মকর্তারা কোনোভাবেই জড়িত নয়। বর্তমানে সিটি ব্যাংকের একটি অনলাইন ব্যাংকিং বুথ আছে, যা সিএনএফ এজেন্ট ও অন্যান্যদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় ও আমদানি সম্পর্কিত চার্জ গ্রহণ করে থাকে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সঙ্গে এক মিটিংয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিয়য়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।