ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইস্পাহানি মির্জাপুর টানা নবমবারের মতো দেশসেরা চা ব্র্যান্ড

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, ডিসেম্বর ২৪, ২০২৩
ইস্পাহানি মির্জাপুর টানা নবমবারের মতো দেশসেরা চা ব্র্যান্ড

ঢাকা: ইস্পাহানি মির্জাপুর টানা নবমবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ড- এর পুরস্কার জিতেছে।  

জনপ্রিয়-এ ব্র্যান্ড সব দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে পঞ্চম শীর্ষস্থানের স্বীকৃতি অর্জন করেছে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে, এনসার্চ- এর সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জাঁকালো অনুষ্ঠানে ৪০টি ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে সম্মাননা দেওয়া হয়।

প্রসঙ্গত, ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চা-এর ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এছাড়াও ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম টি ও জেরিন প্রিমিয়াম টি হচ্ছে ইস্পাহানি টি লিমিটেডের আরও দুটি সমাদৃত প্রিমিয়াম চা ব্র্যান্ড।

আনন্দঘন এ উপলক্ষে ইস্পাহানি মির্জাপুর সব ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানায়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।