ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

মিনিস্টার মাইওয়ান গ্রুপের আনন্দ মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
মিনিস্টার মাইওয়ান গ্রুপের আনন্দ মেলা অনুষ্ঠিত

দেশের খ্যাতনামা ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার মাইওয়ান গ্রুপের বার্ষিক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত ঢালিস আম্বার নিবাস রিসোর্টে সারা দেশের মিনিস্টার মাইওয়ান গ্রুপের কর্মী ও ডিলারদের নিয়ে দুইদিন ব্যাপী এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সহ-সভাপতি এম. এ. রাজ্জাক খান রাজ ও ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদযাপন করেন।

আনন্দ মেলায় আগতদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথমদিন মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২০২২ সালের শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা ও বিদেশ ভ্রমণ প্রদান করা হয়। দ্বিতীয় দিন ২০২২ সালের শ্রেষ্ঠ ডিলারদের গাড়ি, মোটরসাইকেল ও বিদেশ ভ্রমণ উপহার প্রদান করা হয়।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সহ-সভাপতি এম. এ. রাজ্জাক খান রাজ তাদের হাতে পুরষ্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।