ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুটি পুরস্কার পেল বসুন্ধরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুটি পুরস্কার পেল বসুন্ধরা মোংলা বন্দরের ফাইল ছবি

মোংলা বন্দরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে গত অর্থ বছরে সর্বোচ্চ বন্দর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। ভিন্ন ক্যাটাগরিতে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।

এগুলোর মধ্যে- বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে ‘সর্বোচ্চ সাধারণ পণ্য আমদানিকারক’ এবং বসুন্ধরা শিপিং লিমিটেডকে ‘সর্বোচ্চ সাধারণ পণ্যবাহী জাহাজ আনয়নকারী শিপিং এজেন্ট’ ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিষ্ঠান দুটির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন যথাক্রমে- বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের বিভাগীয় প্রধান (হিসাব) মো. রবিউল ইসলাম ও বসুন্ধরা শিপিং লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম।  

তাদের কাছে ক্রেস্ট হস্তান্তর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।