ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পলিথিন নিষিদ্ধ করার দাবিতে সংসদের সামনে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
পলিথিন নিষিদ্ধ করার দাবিতে সংসদের সামনে মানববন্ধন

ঢাকা: পরিবেশ বিধ্বংসী পলিথিন নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে ‘সেইভ ফিউচার বাংলাদেশ’ নামের একটি সংগঠন।  

শুক্রবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অবশ্য কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা সংসদ ভবনের সামনে থেকে মানববন্ধনকারীদের সরিয়ে দেন। এরপর তারা সংসদ ভবনের উল্টো পাশে রাস্তায় দাঁড়িয়ে আরো কিছুক্ষণ মানববন্ধন কার্যক্রম চালিয়ে যান।  

সেইভ ফিউচার বাংলাদেশের প্রধান সমন্বয়ক নয়ন সরকার বাংলানিউজকে বলেন, দেশের শহর থেকে গ্রামাঞ্চল খাল, বিল-ঝিল, জলাশয়, নদী-নালা, সাগর, বনাঞ্চল ও পাহাড় এবং পর্যটনকেন্দ্র এমন কোনো জায়গা নেই যেখানে পলিথিন ও প্লাস্টিকের দূষণ নেই। এসব বর্জ্য কিন্তু পোড়ানোও হচ্ছে। এসবের দূষণের ফলে জীববৈচিত্র্যে ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।  

তিনি আরও বলেন, পলিথিন বিষয়ে মন্ত্রীদের বক্তৃতা শুধু বলা পর্যন্তই সীমাবদ্ধ। না হলে গত দুই দশকে তিনগুণ কীভাবে বৃদ্ধি পায়? আবার এবারের বাজেটে নিষিদ্ধ পলিথিনের ওপর শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এটা কীভাবে সম্ভব! সরকার যেখানে দূষণ বন্ধ করবে, সেখানে দূষণে উৎসাহ দেওয়া হচ্ছে, যা আত্মঘাতী ও স্ববিরোধী, পরিবেশ ও জীববৈচিত্র্যে ও মানুষদের জন্য হুমকি।

মানববন্ধন থেকে ৫ দাবি তুলে ধরা হয়, দাবিগুলো হলো-
১. শুল্ক প্রত্যাহর নয়, ক্ষতিকর পলিথিন আমদানি নিষিদ্ধ এবং দেশেও উৎপাদন বন্ধ করতে হবে।  
২. পরিবেশ দূষণকারী শিল্প-কলকারখানাকে আইনের আওতায় আনতে হবে এবং পলিথিনের বিকল্প পরিবেশ-বান্ধব শিল্পকে প্রণোদোনা দিতে হবে।  
৩. মাটি, পানি, শব্দ ও বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করতে হবে।  
৪. নদী ও সাগর পথে, উদ্যান ও বনে, পাহাড়ে, সমুদ্র সৈকতে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে।  
৫. সরকারকে অবশ্যই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে এবং পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০২২
আরকেআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।