ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

লালপুরে জেলেদের জালে কুমির ছানা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১২
লালপুরে জেলেদের জালে কুমির ছানা

নাটোর : নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে একটি কুমির ছানা।

সোমবার সকাল ৭টার দিকে কুমির ছানাটি জেলেদের জালে আটকা পড়ে।


 
জেলেরা প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। খবর পেয়ে লালপুর উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় কুমির ছানাটি উদ্ধার করেছে।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, বর্তমানে কুমির ছানাটি পুলিশি পাহারায় তিলকপুরে পদ্মার পাড়ে বড় একটি পাত্রে পানির মধ্যে রাখা হয়েছে।

এ ব্যাপারে রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, কুমির ছানাটি দেখতে উৎসুক লোকজন সেখানে ভিড় করছে।

বাংলাদেশ সময় : ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।