ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পানি বাড়ছে অধিকাংশ নদ-নদীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, আগস্ট ৩, ২০২১
পানি বাড়ছে অধিকাংশ নদ-নদীর

ঢাকা: দেশে অধিকাংশ নদ-নদীর পানির সমতল বাড়ছে। তবে, বিপৎসীমা অতিক্রম করার কোনো আভাস নেই।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯ টি স্টেশনের মধ্যে মঙ্গলবার (৩ আগস্ট) পানির সমতল বেড়েছে ৫৭টিতে। কমেছে ৪৬টি স্টেশনে পানির সমতল। অপরিবর্তন আছে পাঁচটি স্টেশনের পানির সমতল। একটির তথ্য সংগ্রহণ শুরু হয়নি।

বেশিরভাগ স্থানে পানির সমতল বাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে, উত্তরের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর বর্ধিত বৃষ্টিপাত। আইজলে ১৬২ মিলিমিটার, গ্যাংটকে ৪৯ মিলিমিটার, আগরতলায় ২৪ মিলিমিটার বর্ষণ হয়েছে। বেড়েছে আসাম, মেঘালয়, দার্জিলিংয়ের বর্ষণও।

পানি বাড়লেও আপাতত কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রমের শঙ্কা নেই। ফলে বন্যা পরিস্থিতি আভাস দেখছে না পাউবো।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। বুধবার নাগাদ গঙ্গা নদীর পানির সমতল বাড়তে পারে ও পদ্মার পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল বাড়চ্ছে, যা বুধবার নাগাদ স্থিতিশীল হয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।