ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বায়ু দূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
বায়ু দূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি ধুলোর কারণে ঢাকায় ঠিকমতো গাড়ি পর্যন্ত দেখা যায় না/ ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাতাসের মান ২৬৩ নিয়ে এখন দূষিত শহরের শীর্ষে ঢাকা। অন্যদিকে বাতাসের মান ২৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

 

যুক্তরাষ্ট্রের সংস্থা এয়ার ভিজ্যুয়াল এই রিপোর্ট প্রকাশ করেছে।  

এছাড়া বাতাসের মান ২১৬ নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় ও ১৮৭ নিয়ে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গের কলকাতা।  

বিশ্বে দূষিত শহরের তালিকায় পাঁচ নম্বরে ভারতের মুম্বাই, ছয় নম্বরে কুয়েত সিটি ও সাত নম্বরে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।  

ইউক্রেনের কিয়েভ রয়েছে আট নম্বরে ও বিশ্বের নয় নম্বর দূষিত শহর হলো উজবেকিস্তানের তাসখান্দ।  আর বিশ্বের ১০ নম্বর দূষিত শহর চীনের ওহান।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এমআইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।