ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বড়লেখা থেকে হরিণের দুটি সৌখিন চামড়া উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
বড়লেখা থেকে হরিণের দুটি সৌখিন চামড়া উদ্ধার জব্দকৃত হরিণের দুটি শুকনো চামড়া

মৌলভীবাজার: গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দুটি মায়া হরিণের শুকনো সৌখিন চামড়া উদ্ধার করেছে।

চামড়া দুটি বড়লেখা পৌরসভার একটি বাড়িতে সৌখিন পণ্য হিসেবে সংরক্ষিত ছিল।

বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, রোববার (২৩ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন, বড়লেখা পুলিশ প্রশাসন এবং মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের সম্মিলিত উদ্যোগে এ দুটো চামড়া জব্দ করা হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহ কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বাংলানিউজকে বলেন, বন্যপ্রাণী আইনে হরিণের শুকানো চামড়া সৌখিন পণ্য হিসেবে বিলাসবহুল বাড়ির ড্রইংরুমে টাঙানো সম্পূর্ণ অপরাধ। এ ব্যাপারে বন বিভাগ থেকে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।