ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাচ্চা দিল আফ্রিকান ওয়াইল্ডবিস্ট 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
বঙ্গবন্ধু সাফারি পার্কে বাচ্চা দিল আফ্রিকান ওয়াইল্ডবিস্ট 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাচ্চা জন্ম দিয়েছে ওয়াইল্ডবিস্ট। শনিবার (১৮ জুলাই) ওই বাচ্চাটির জন্ম হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, আফ্রিকান সাফারিতে ব্লু জাতের ওয়াইল্ডবিস্ট বাচ্চা জন্ম দিয়েছে। এবছর এর আগে আরেকটি ওয়াইল্ডবিস্টের জন্ম হয়। এছাড়াও ২০১৯ সালে আরও ৩টি ওয়াইল্ডবিস্ট বাচ্চার জন্ম দেয়।  

তিনি আরো বলেন, এনিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি। সদ্য জন্ম নেওয়া ওয়াইল্ডবিস্টের মা ও বাচ্চা পার্কের ভেতর প্রাকৃতিক পরিবেশের সুস্থ রয়েছে। স্বাভাবিকভাবে বাচ্চাটি তার মায়ের সঙ্গে পার্কের ভেতর ঘোরাফেরা করছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।