ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

পীরগঞ্জে মিললো ৩০ কেজি ওজনের কচ্ছপ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, মে ১৫, ২০২০
পীরগঞ্জে মিললো ৩০ কেজি ওজনের কচ্ছপ! উদ্ধার হওয়া কচ্ছপ।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় পুকুর থেকে ৩০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার আবু রায়হানের তামলাই এলাকায় তার পুকুরের পানিতে ভেসে পাড়ে কচ্ছপটি অবস্থান করে।

এ সময় এলাকাবাসী কচ্ছপটি দেখে পুকুর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কচ্ছপটি সেখান থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন সেখান থেকে কচ্ছপটি নিয়ে আসে। পরে উপজেলা প্রশাসন দিনাজপুর বনবিভাগকে খবর দিলে তারা এসে কচ্ছপটি নিয়ে যায়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, আমরা কচ্ছপটি ঘটনাস্থল থেকে নিয়ে আসি। পরে দিনাজপুর বনবিভাগকে খবর দেই। রাতেই তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করি।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মে ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।