bangla news

পাচারকালে নওগাঁয় তক্ষক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-০৬ ১:৫৯:৩২ পিএম
উদ্ধার করা তক্ষক। ছবি: বাংলানিউজ

উদ্ধার করা তক্ষক। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে পাচারের সময় বিলুপ্ত প্রায় একটি তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বুধবার (৬ মে) দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিজিবি জানায়, সন্ধ্যায় রেজওয়ান (৪৫) ও নূরনবী (৩০) নামে দুই ব্যক্তি তক্ষকটি ভারতে পাচার করতে সীমান্ত এলাকায় যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি নীতপুর বিওপির টহল দল অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২১৯/১১-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট নামক স্থানে তক্ষকসহ রেজওয়ান ও নূরনবীকে আটক করা হয়। 

আটক রেজওয়ান সাপাহার উপজেলার করমুডাঙা গ্রামের রুস্তম আলীর ছেলে ও নুরনবী খঞ্জনপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। 

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

উদ্ধার হওয়া তক্ষক ৭.৫ ইঞ্চি লম্বা, ওজন ৪০ গ্রাম। সন্ধ্যায় প্রাণীটি স্থানীয় গানাইর রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে বলে জানানো হয়। 

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৬, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নওগাঁ জীববৈচিত্র্য
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-06 13:59:32