ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

নারায়ণগঞ্জের আকাশে রঙধনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ২, ২০২০
নারায়ণগঞ্জের আকাশে রঙধনু

নারায়ণগঞ্জ: এক পশলা বৃষ্টির পর হালকা রোদের সঙ্গে নারায়ণগঞ্জের আকাশে রঙধনুর দেখা মিলেছে।

শনিবার (০২ মে) বিকেলে এ রঙধনুর দেখা মেলে। গত সপ্তাহেও বৃষ্টির পর রঙধনুর দেখা মিলেছিল এ শহরের আকাশে।

শহরের মানুষদের বাড়ির ছাদে উঠে এই রঙধনু উপভোগ করতে দেখা গেছে।

ফতুল্লার বাসিন্দা আল আমিন প্রধান জানান, আমি অনেকদিন পর দেখলাম আকাশে রঙধনু তাই পরিবারের বাচ্চাদের দেখাচ্ছি। অনেক ভালো লাগছে। আগে মাঝে মাঝে দেখা পেলেও এখন আর তেমন রঙধনুর দেখা মেলে না।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।