bangla news

অস্থায়ী ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৮ ১০:৩২:৪৭ এএম
...

...

ঢাকা: টানা কয়েকদিনের মৃদু তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের ঘনঘটা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস বলছে, অস্থায়ী ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুর নাগাদ বৃষ্টি হতে পারে।

বুধবার (৮ এপ্রিল)) সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে-বৃষ্টিপাতের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১২ কিলোমিটার বেগে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম দিকে বাতাস বয়ে যেতে পারে। ঢাকাসহ দেশে বেশির ভাগ এলাকায় টানা চারদিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) কোথাও কোথাও মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে গেছে।

উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছিল ৩৯ দশমিত ২ ডিগ্রি সেলসিয়াল। আর ঢাকায় ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার ভোরেও ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
ইইউডি/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-08 10:32:47