bangla news

মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৪ ৮:৫৪:২৯ এএম
মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি। ছবি: বাংলানিউজ

মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় রাত ২টার দিকে হঠাৎ শুরু হয় শিলা বৃষ্টি। এতে ধান ও পেঁয়াজসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে হঠাৎ করে শুরু হওয়া শিলা-বৃষ্টিতে জনজীবন  বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সঙ্গে থেমে থেকে চলতে থাকে ঝড়ো হাওয়া।

মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি। ছবি: বাংলানিউজশ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিয়ার রহমান বাংলানিউজকে বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে আকাশে তেমন মেঘ দেখা না গেলেও রাতে ২টার দিকে শুরু হয় শিলা ‍বৃষ্টি।
মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি। ছবি: বাংলানিউজ

তিনি বলেন,  শিলা ‍বৃষ্টিতে ইউনিয়নের বালিয়াঘাটা, রাজাপুর, চিলগাড়ি, কোরোন্দি এলাকার ধান ও পেঁয়াজসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-24 08:54:29