bangla news

মহাবিপন্ন বনরুইটি সাতছড়িতে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-০৪ ৩:৫৯:৩০ পিএম
বনরুই

বনরুই

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের গোলাটিলা এলাকার লোকালয় থেকে উদ্ধার বনরুইটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইউসিএন) ঘোষিত বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে বনরুই। 

বুধবার (৪ মার্চ) দুপুরে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে বনরুইটি অবমুক্ত করে বন বিভাগ। এর আগে গোলাটিলা এলাকার বাবুল মিয়ার পানির কূপ থেকে প্রাণীকে ধরেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।

অবমুক্ত করার সময় সাতছড়ি উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, হবিগঞ্জের রেঞ্জ অফিসার রেহান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের গোলাটিলা এলাকার লোকালয় থেকে উদ্ধার বনরুইটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইউসিএন) ঘোষিত বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে বনরুই। বন বিভাগ জানায়, বনরুইয়ের ইংরেজি নাম Pangolin। আঁশযুক্ত এই প্রাণীর মুখে দাঁত না থাকায় আগে এদের অন্তর্ভুক্ত করা হতো দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীর দলে। কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফোলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। যার একমাত্র সদস্য বনরুই।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বাংলানিউজকে বলেন, মহাবিপন্ন এ প্রাণী আমাদের দেশে অত্যন্ত সীমিত। যেগুলো রয়েছে সেগুলোও ঝুঁকিপূর্ণ। স্তন্যপায়ী প্রজাতির এই প্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট বিভাগকে আরো তৎপর থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জলবায়ু ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-03-04 15:59:30