ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

আলতাদিঘী জাতীয় উদ্যানে ৪ কালেম পাখি অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আলতাদিঘী জাতীয় উদ্যানে ৪ কালেম পাখি অবমুক্ত

নওগাঁর: নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে চারটি বেগুনি কালেম পাখি অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে নাটোর চলনবিল থেকে উদ্ধার হওয়া হাওরে বসবাসকারী পাখিগুলো অবমুক্ত করে নওগাঁর বন বিভাগ।

ওই বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান বাংলানিউজকে বলেন, কিছু দিন আগে নাটোরের চলনবিল থেকে চারটি বেগুনি কালেম পাখি উদ্ধার করা হয়।

রোববার আলতাদিঘীতে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান লিটন, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর ফরেস্টার আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।