ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

উপকূল থেকে উপকূল

‘বুলবুল’র তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন পটুয়াখালী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
‘বুলবুল’র তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন পটুয়াখালী

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালীর জেলা শহরে রোববার (১০ নভেম্বর) সকাল থেকে এবং শনিবার (০৯ নভেম্বর) রাত থেকে উপজেলাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্র জানায়, বিদ্যুৎ লাইনে ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সব সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ লাইন সঞ্চালনের কাজ চলছে।

তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় বেধে দেওয়া হয়নি। এদিকে, বন্ধ রয়েছে জেলার সব মোবাইল নেটওয়ার্ক।

বিদ্যুৎ বন্ধ থাকায় জেলায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আরও সময় লাগবে। বিদ্যুৎ সংযোগ সচল হলে জেলা প্রশাসনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।