bangla news

কক্সবাজারে প্রস্তুত ৫০৭ সাইক্লোন শেল্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৮ ৫:৫৭:০৭ পিএম
প্রস্তুতি কমিটির সভা, ছবি: বাংলানিউজ

প্রস্তুতি কমিটির সভা, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় কক্সবাজারের আট উপজেলায় ৫০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হবে। এছাড়া আশ্রয় নেওয়া দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনে সন্মেলন কক্ষে আয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, আট উপজেলার ৫০৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখতে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ২ লাখ ৬২ হাজার নগদ টাকা, ২০৬ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে রেডক্রিসেন্ট সিপিডি ৬৪৫০ জন উদ্ধারকর্মী, ৯৭টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকার মানুষদের শেল্টারে নিয়ে আনা হবে।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবসার বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। তবে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিসসহ সেবাদানকারী সবকর্মী প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   ঘূর্ণিঝড় বুলবুল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-08 17:57:07