bangla news

সাগরে লঘুচাপ, রাতে তাপমাত্রা বাড়ার আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২১ ১০:১৯:০২ পিএম
আবহাওয়া অফিস (ফাইল ফটো)

আবহাওয়া অফিস (ফাইল ফটো)

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। যে কারণে সরাদেশে রাতে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বর্ষা বিদায় নেওয়ার লগ্নে গত সপ্তাহের শেষে দিকে সার্বিক তাপমাত্রা কিছুটা কমে আসলেও, গত কয়েকদিন ধরে রাতেও অনুভূত হচ্ছে গরম।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাতাসের আদ্রতার পরিমাণ ৬৩ শতাংশ। বৃহস্পতিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে।
 
রোবাবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সর্বনিন্ম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ২২ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায়, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ইইউডি/এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-21 22:19:02