bangla news

গাজীপুরে সাফারী পার্কে জিরাফ পরিবারে নতুন অতিথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৬ ৪:৩৫:১৬ পিএম
মায়ের সঙ্গে ঘুরছে জিরাফের বাচ্চাটি। ছবি: বাংলানিউজ

মায়ের সঙ্গে ঘুরছে জিরাফের বাচ্চাটি। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে জন্ম নিয়েছে জিরাফের বাচ্চা। বাচ্চাটি পুরুষ।

রোববার (৬ অক্টোবর) পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান এ তথ্য জানান।

জানা যায়, চলতি বছরের ২৭ আগস্ট বিকেলে পার্কের ভেতরে জিরাফের পুরুষ বাচ্চাটি জন্ম নেয়। এটি বর্তমানে সাফারী পার্কের একমাত্র পুরুষ জিরাফ। জন্মের ১৫ থেকে ২০ দিন পর বাচ্চাটি তার মায়ের সঙ্গে বাইরে আসে। এর আগে ১০ থেকে ১৫ দিন মা জিরাফটি বাচ্চাকে বেস্টনিতে লুকিয়ে রাখে। বর্তমানে মা জিরাফ ও বাচ্চাটি সুস্থ রয়েছে।

পার্কের ভেতরে বাচ্চাটিকে মা জিরাফের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বাচ্চাটিসহ এ পার্কে ৬টি জিরাফ রয়েছে। এর মধ্যে এ বাচ্চাটিই একমাত্র পুরুষ জিরাফ।

বাচ্চা ও মা জিরাফকে আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে পার্কের জিরাফ পরিবার ছিল পুরুষ শূন্য।

আফ্রিকা থেকে ১২টি জিরাফ ২০১৩ ও ২০১৫ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
আরএস/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   গাজীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জলবায়ু ও পরিবেশ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-10-06 16:35:16