ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

চর মোন্তাজ থেকে চিত্রা হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৯
চর মোন্তাজ থেকে চিত্রা হরিণ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের একটি গ্রামে চিত্রা হরিণ উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২১ মে) সকালে ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে হরিণটিকে ধরা হয়।  

স্থানীয় বাসিন্দা আইয়ুব খান বাংলানিউজকে বলেন, হরিণটি দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দেয়।

পরে এটি ধাওয়া খেয়ে খালে পড়ে যায়।  গ্রামবাসী হরিণটি উদ্ধার করে চর মোন্তাজ বন বিভাগে সোপর্দ করে।  

এলাকাবাসীর ধারণা, দু’টি হরিণ সোনারচর অথবা চর কুকরী-মুকরী থেকে লোকালয়ে চলে এসেছে। তবে এখনও অপর হরিণটি উদ্ধার করা সম্ভব হয়নি।  

বন বিভাগের চর মোন্তাজ রেঞ্জের কর্মকর্তা অমিতাব বসু বাংলানিউজকে বলেন, খাবার ও মিঠা পানির সন্ধানে চিত্রা হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। এটিকে উদ্ধারের পর স্থানীয় ও বিট অফিসারের উপস্থিতে সোনারচর অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা আরও একটি হরিণের খবর দিয়েছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, সেটিও উদ্ধারের চেষ্টা চলেছে।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।