bangla news

শরণখোলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-৩১ ৬:৩৭:২২ পিএম
শরণখোলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার, ছবি: বাংলানিউজ

শরণখোলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার, ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

রোববার (৩১ মার্চ) সকালে শরণখোলা উপজেলার তাফালবাড়ি গ্রামের রিপন হাওলাদারের বাড়ি থেকে বনবিভাগ, ওয়াইল্ড টিম, টাইগার টিম ও স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে। 

পরে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ের পাশে হরিণটি অবমুক্ত করে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, ভোলা নদী পার হয়ে লোকালয়ে হরিণ এসেছে এমন খবরের ভিত্তিতে ওয়াইল্ড টিমের ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার, টাইগার টিমের হাসান মুন্সি, খলিল জমাদ্দার, কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) মহিউদ্দিন ও স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। নদী ছোট এবং সুন্দরবনের মতো গাছ-গাছালি থাকায় দলছুট হয়ে হরিণটি হয়তো লোকালয়ে চলে এসেছে। 

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসআই

ক্লিক করুন, আরো পড়ুন :   জীববৈচিত্র্য
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-03-31 18:37:22