ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ভোলায় ৪৭ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
ভোলায় ৪৭ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার উদ্ধার করা কচ্ছপ

ভোলা: ভোলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ। 

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর তুলাতলী এলাকায় মাছ ধরার সময় জেলেদের জালে অলিভ রেডলে প্রজাতির কচ্ছপটি ধরা পড়ে।

পরে সেটি বিক্রির জন্য আনা হলে জেলে আবু সাইদের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ।

   

স্থানীয়রা জানান, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার জেলে আবু সাইদ ৪৭ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপটি বিক্রির চেষ্টা করছেন এমন খবর পেয়ে স্থানীয়রা বনবিভাগে খরব দেন। পরে বনবিভাগের একটি দল এসে কচ্ছপটি উদ্ধার করে বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।  

বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া কচ্ছপটি ভোলার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।