ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাপাহারে ধান ক্ষেতে মিললো ‘রাসেলস ভাইপার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
সাপাহারে ধান ক্ষেতে মিললো ‘রাসেলস ভাইপার’ ‘রাসেলস ভাইপার’। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজার মুংরইল এলাকার একটি ধান ক্ষেত থেকে বিষধর ‘রাসেলস ভাইপার’ সাপ পাওয়া গেছে। রোববার (১৮ নভেম্বর) দুপুরে সাপটি আটক করে এলাকাবাসী।

উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, কয়েকজন কৃষক ক্ষেতে ধান কাটছিলেন। এসময় তারা সাপটি দেখতে পান।

পরে সবাই মিলে সাপটিকে আটক করে বস্তায় ভরে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, ‘রাসেলস ভাইপার’ সাপটি খুবই বিষধর। আপাতত সাপটি আমাদের হেফাজতে রয়েছে। সাপটিকে কোথায় অবমুক্ত করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।  

জানা যায়, ‘রাসেলস ভাইপার’ সাপটি খুবই বিষধর। ২০১৩ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্র গ্রামে এক কৃষককে ও গত বছর রাজশাহীর তানোর এবং নওগাঁর ধামইরহাটে আরো দুইজনকে এই সাপ কামড় দেয়। চিকিৎসাধীন থাকার পরেও তাদের শরীরে পচন ধরে যায়। পচন ধরা অংশ কেটে ফেলার পরও তাদের বাঁচানো যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।