ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু পরিবর্তনে জিডিপির ৬.৭ শতাংশ হারাবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
জলবায়ু পরিবর্তনে জিডিপির ৬.৭ শতাংশ হারাবে বাংলাদেশ প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ মোট জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ হারাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ সতর্কবার্তা জানায় প্রতিষ্ঠানটি।

সংস্থাটি জানায়, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছেন।

যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তাপমাত্রা বেড়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাবে ১৩ কোটি ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এ ঝুঁকি মোট জনসংখ্যার অর্ধেক।

সংস্থাটি আরও জানায়, প্যারিস জলবায়ু সম্মেলনের ঝুঁকি মোকাবেলার বিষয়গুলো যদি না দেখা হয় তাহলে ২০৫০ সাল নাগাদ তাপমাত্রা ২ দশমিক ৫০ শতাংশ হারে বাড়তে পারে। এখন যা প্রতি বছর এক থেকে দেড় শতাংশ হারে বাড়ছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জলবায়ু মোকাবেলায় আমরা অন্যদের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি। আমরা ভালো করছি। তবে জলবায়ু মোকাবেলায় কম সুদে আরও ঋণ দরকার। বর্তমান সরকার অনেক ভালো কাজ করছে। এক্ষেত্রে সরকার কিছু ঋণের ব্যবস্থাও করেছে।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি শেখ হাসিনা সরকার আরও একবার ক্ষমতায় আসবে। এক্ষেত্রে আমাদের ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হওয়ার যে ভিশন আছে তা পূরণ হতে সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিউমিও ফান,  সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. সুলতান আহমেদ, বিশ্ব ব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার, বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ মুথুরা মানি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬,  ২০১৮
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।