bangla news

উপকূল উন্নয়ন ভাবনার সাংগঠনিক সপ্তাহ শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-২৩ ৩:৪০:১৯ পিএম
বেড়িবাঁধ ও নদী ভাঙন, ছবি: সংগৃহীত

বেড়িবাঁধ ও নদী ভাঙন, ছবি: সংগৃহীত

খুলনা: দেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর মৌলিক সমস্যা বেড়িবাঁধ, সাইক্লোন সেন্টার, নদী ভাঙনসহ সব সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে উপকূল উন্নয়ন ভাবনা নামের একটি সামাজিক সংগঠন। সোমবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে উপকূল উন্নয়ন ভাবনার সাংগঠনিক সপ্তাহ। যা চলবে আগামী সপ্তাহের সোমবার (১ অক্টোবর) পর্যন্ত।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে এসব তথ্য জানান উপকূল উন্নয়ন ভাবনার সভাপতি মো সাইফুল ইসলাম।

উপকূল উন্নয়ন ভাবনার কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা, মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) খুলনা জেলা কমিটি ঘোষণা, বুধবার (২৬ সেপ্টেম্বর) খুলনার সোনাডাঙ্গা সোলার পার্কে বৃক্ষরোপণ কর্মসূচী, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচী, শনিবার (২৯ সেপ্টেম্বর) ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রোববার (৩০ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি। উপকূলের সমস্যা ও সম্ভাবনার ওপরে রচনা প্রতিযোগিতা। ফেসবুক গ্রুপে সদস্যবৃদ্ধির প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমআরএম/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   খুলনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-09-23 15:40:19