ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাখি শিকার করায় শ্রীঘরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
পাখি শিকার করায় শ্রীঘরে অবমুক্ত করা হচ্ছে দুই ডাহুক পাখি

কুড়িগ্রাম: পাখি শিকার করে বাজারে বিক্রির সময় আবু সাঈদ (২৮) নামে এক শিকারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পাঠিয়েছে শ্রীঘরে।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে আটক পাখি শিকারিকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে উলিপুর থানা চত্বরে উদ্ধার করা দু’টি ডাহুক পাখি অবমুক্ত করা হয়।

আটক ব্যক্তি উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের মৃত আহাম্মেদ আলীর ছেলে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান ও ওসি-তদন্ত আনোয়ারুল ইসলাম পাখি দু’টি অবমুক্ত করেন।

পুলিশ জানায়, পাখি শিকারি আবু সাঈদ উলিপুর উপজেলা শহরের কাঁচাবাজারে সোমবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে দু’টি ডাহুক পাখি বিক্রি করতে নিয়ে আসেন। এসময় এএসআই হাফিজুর রহমান পাখিসহ তাকে আটক করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, অবৈধভাবে পাখি শিকার ও নির্যাতন আইনের ৩৪(২) ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এফইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad