ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিপন্ন সারসের অন্যতম প্রজনন ক্ষেত্র নেপালের কপিলাবাস্তু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, অক্টোবর ১৪, ২০১৭
বিপন্ন সারসের অন্যতম প্রজনন ক্ষেত্র নেপালের কপিলাবাস্তু সারস। ছবি: সংগৃহীত

ঢাকা: বিপন্ন সারসের প্রজনন ক্ষেত্র হয়ে উঠছে হিমালয় কন্যা নেপালের ভারত সীমান্তবর্তী জেলা কপিলাবাস্তু। দেশটির সবচেয়ে বেশী সারসের বাস এখানে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, নেপালের প্রায় ৪শ’ সারস বসতির মধ্যে আড়াইশ’টিরই অবস্থান কপিলাবাস্তুতে।

স্থানীয়রা জানান, কপিলাবাস্তু জেলার জগদিশপুর হ্রদ ও এর আশপাশের এলাকায় প্রচুর সারস দেখা যায়।

এ এলাকাকে বিশ্বের অন্যতম পাহাড়ি জলাভূমি ধরা হয়। তাদের ধারণা, খাদ্র ও নিরাপত্তার কারণে এ এলাকায় সারস আসার সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে।

এ জেলার অনেক স্থানেই সারসদের ডিম পাড়তে ও বাচ্চা ফুটাতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।