ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

মাগুরায় মেছোবাঘ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
মাগুরায় মেছোবাঘ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রাম থেকে বিপন্নপ্রায় প্রজাতির একটি মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বাঘটি আটক করা হয়।

শুক্রবার দুপুরে এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর  করে পুলিশ।

ওই গ্রামের বাসিন্দা আমির হোসেন জানান, রাত ১টার দিকে গ্রামের হাবিবুর রহমানের বাড়ির ছাগলের ঘরে ঢুকে পড়ে মেছোবাঘটি। পরে তারা কৌশলে ঘরের দরজা বন্ধ করে স্থানীয়দের সহযোগিতায় বাঘটি আটক করেন।

তিনি জানান, পরে মেছোবাঘটিকে খাচায় বন্দি করে রাখা হয়। বাঘটি উচ্চতায় প্রায় দেড় ফুট ও লম্বায় চার ফুট।

এদিকে, দুপুরে মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম মাগুরা সদর থানা চত্বরে বাঘটি বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।  

মাগুরা জেলা বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র বাংলানিউজকে জানান, এটি একটি বিপন্নপ্রায় মেছোবাঘ। এটিকে খুলনায় বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।